Monday, June 14, 2010

পাকিস্তান

Sunday, March 15, 2009 at 3:14pm on facebook
পাকিস্তানের প্রাক্তন এক সেনাকর্মকর্তা কইছিলেন, পাকিস্তানের সেনাবাহিনী নিজের দেশ দখলের ব্যাপারে সিদ্ধহস্ত। কেমনে সহজে নিজের দেশ দখল করা যায়, সে দখলকে দীর্ঘস্থায়ী করা যায় তা যে কেউ পাকিস্তানের সেনাবাহিনীর কাছ থিকা শিখতে পারে। ফৌজি কর্মকর্তারা দেশ শাসন করতে করতে পাকিস্তানকে হাটু গেড়ে হাটাইতে বাধ্য করতেছেন। যারা দেশ চালায় তাদের বুদ্ধি যদি হাটুতে থাকে তাইলে দেশ কেমনে দাড়ায়ে থাকবে?

পাকিস্তান হইলো একটা অগ্নিকুণ্ড যে কেউ সেখান থেকে আগুন নিয়া নতুন আগুন তৈয়ার করতে পারে। জেনারেলদের স্বল্পবুদ্ধিতে দেশটা একদা বড় খেলোয়াড়দের ক্রীড়াক্ষেত্র হিসাবে ব্যবহৃত হইতো। স্নায়ুযুদ্ধে খেলে খেলে পাকিস্তান স্নায়ু শক্ত করছে। তালেবানদের দিয়া সোভিয়েত ঠেকাইতে গিয়া পাকিস্তান নিজেই তালেবান হয়া গেছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নিয়া সেই যুদ্ধরে নিজের ঘরে টাইনা আনছে।

কেউ যদি জিগায় পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ড কার হাতে তাইলে সে প্রশ্নের উত্তর হবে, পাকিস্তানের সেনাবাহিনী নিজেই নিজেকে চালায়। বিচারবিভাগের চেয়ে শক্তিশালী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পাকিস্তানের সেনাবাহিনী। সেনাবাহিনীই পাকিস্তান, পাকিস্তানই সেনাবাহিনী। সরকার চলে সেনাবাহিনীর কমান্ডে। তবে মাঝে মাঝে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে কমান্ড করতে পারে। যে জওয়ানরা নিজের দেশের মুরুব্বীদের কথা শুনে না, বুঝতে হবে তাদের মুরুব্বী বাইরে থাকে।

পাকিস্তান কি ইহজন্মে এই সেনাচক্র থেকে বের হইতে পারবে? না। হাটুতে ভর দিয়া চলতে চলতে দেশটা শীঘ্রই শুয়া পড়বে। পাকিস্তানই হবে সামনের আফগানিস্তান। টুকরা টুকরা এই দেশটায় একসময় ন্যাটো আর জাতিসংঘ খেলা করবে।

আল্লাহতালার অশেষ নিয়ামতে আমরা পাকিস্তান হতে মুক্তি পাইছি। তবে, কেউ কেউ বলে বাংলাদেশ নাকি দেখতে পাকিস্তানের জমজ ভাইয়ের মতো।

আমি একজোড়া জমজ ভাইকে চিনি। যাদের একভাই কাইন্দা উঠলে অন্য ভাইও কান্দে। আজব ব্যাপার। বহু আগে উদয়ন পত্রিকায় এই ধরনের জমজদের ছবি দেখছিলাম। কার সাথে কার কী কারণে মিল সেইটা বুঝা বড় দায়। আসেন আমরা পাকিস্তানের জন্য খাস দিলে দোয়া করি।
Fatema Abedin Nazla

Sumon Rahman

Omar Sharif Pallab
Birmingham City University

Syed Amiruzzaman

Odhora Mira


Hasan Murshed

liked this note.

অদক্ষতা ও অযোগ্যতা

Saturday, March 14, 2009 at 8:28pm, Facebook
বাংলাদেশ অঞ্চলের অধিবাসীরা নাকি ১৯৭১ সালের আগে ইতিহাসে একবারও নিজেদের শাসন করার সুযোগ পায় নাই। বাইরে থেকে আইসা লোকেরা শাসন এনাদের কইরা দিয়া গেছে। এনারা খালি একের পর এক শাসক বদলাইছে। এই বিষয়ে অবশ্য সক্রিয় ভূমিকা নিছেন বইলা ইতিহাসে দেখা গেছে। বিধাতা কী কারণে এনাদের আত্মশাসনের তৌফিক দেন নাই তিনিই জানেন। জ্ঞানীরা বইলা থাকেন, ভারতীয় উপমহাদেশে বাংলাদেশই নাকি প্রথম জাতিরাষ্ট্র। আরও বিস্ময়কর ঘটনা হইলো এই দেশের অধিকাংশ মানুষ ধর্মে মুসলমান ভাষায় বাঙালি।

বাংলাদেশ বর্তমানে এই সংখ্যাগরিষ্ট বাঙালি আর মুসলমান মিলে শাসন করতেছেন। এনাদের নিয়া বিস্তর গবেষণা হইছে। বাঙালি ও মুসলমান শাসকশ্রেণীর ব্যবসা, শাসন, জনপ্রশাসন, বিদ্যাশিক্ষা, প্রতিষ্ঠান গঠন, রাষ্ট্রপরিচালনা, দেশরক্ষার কোনো ইতিহাস আছে কি না জানা যায় নাই। থাকলে ভাল। জানতে চাই।

সম্প্রতি আমার মনে হইতেছে বিগত ৩৮ বছরের স্বাধীনতায় এনারা এইসব বিষয়ে অদক্ষতা ছাড়া আর কিছুই তৈয়ার করতে পারেন নাই। বাঙালি ও মুসলমান শাসকশ্রেণী একাদিক্রমে সবক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়া বর্তমানে ধরা খাওয়ার পর্যায়ে চইলা যাইতে নিছে।

কিছু দিন ধইরা দেখতেছি।
১. সিভিল সমাজ আর মিলিটারি সমাজ মিলে সহমতের রেজিমে দেশ শাসন কইরাও দেশটার কোনো উন্নতি করতে পারলো না। দেশ পিছাইলো। গণতন্ত্র দূরের কথা, এত সহমতের মধ্যে এনারা স্টেট অফ এমারর্জেন্সি দিয়া শেষ দিন পর্যন্ত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করলেন।
২. দাম বাড়লো, বাজারে আগুন লাগলো হেনা তেনা নানা কিছু প্যাঁচানো হইলো কিছুতেই কিছু করা গেল না।
৩. সিডর হইলো দেখা গেল এইসব মোকাবিলায় আমাদের অদক্ষতা প্রচণ্ড। অথচ মাইনষে কয় ঘূর্ণিঝড় বন্যা জ্বলোচ্ছাস এইখানে ধর্মপালের আমল থিকা চলতেছে। কিন্তু কোনো প্রস্তুতি এই দেশে রেওয়াজ হিসাবে দাঁড়ায় নাই।
৪. এনটিভি পুড়লো, বসুন্ধরা পুড়লো লোকে দাঁড়ায়া বইসা আগুন দেখলো। আমি দেখলাম অদক্ষতা আর অযোগ্যতা।
৫. বিডিআর-এ হত্যাকাণ্ড হইলো সবাই দেখলো ষড়যন্ত্র আমি দেখলাম অদক্ষতা আর অযোগ্যতা।
৬. দেশের বাইরে শ্রমিকরা বিপদে আছে। এইখানেও অদক্ষতা আর অযোগ্যতা।
লিস্ট বড়বে ছাড়া কমবে না।

ইনডিয়া করছে, পাকিস্তান করছে, আম্রিকা করছে, ব্রিটেন করছে বইলা আমরা উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাইতে পারবো তাতে সন্দেহ নাই। কিন্তু করছে যে আমাদের অদক্ষতা আর অযোগ্যতার কারণে এইটা কবে আলোচনার মধ্যে আসবে?

Omar Sharif Pallab
Birmingham City University

Rifat Hasan

Nurunnaby Hasive
BdOSN

Labanya Prava

A.N.M. Mominul Islam Mukut

Niaz Morshed Chowdhury
TCD

Mohammad Arju
University of Dhaka

Puspo Kona

liked this.